এক নজরে পোগলা ইউনিয়ন পরিষদ
ভূমিকাঃ-কালের স্বাক্ষী বহনকারী ঘুমাই নদীর তীরে গড়ে উঠা কলমাকান্দা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো পোগলা ইউনিয়ন পরিষদ। কাল পরিক্রমায় আজ পোগলা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।
ক) ৩ নং পোগলা ইউনিয়ন পরিষদ ।
খ) আয়তন-১৭.১১ বর্গ কিলোমিটার।
গ) লোকসংখ্যা -৩২৫৪৬ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
ঘ) গ্রামের সংখ্যা-৬৫ টি।
ঙ) মৌজা সংখ্যা-২৩ টি।
চ) হাট-বাজার সংখ্যা ২টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-সড়র ও নৌপথ।
জ) শিক্ষার হার ৪০%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়-৮ টি।
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-১৩টি।
উচ্চ বিদ্যালয়- ২ টি।
মাদ্রাসা- ৭ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব মোঃ আঃ হাসিম তালুকদার।
ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান-নাই।
ট) ঐতিহাসিক পর্যটন স্থান-নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল-১৯৯৫ ইং।
ড) নবগঠিত পরিষদের বিবরণঃ-
১। শপথ গ্রহনের তারিখ- ১৬/০৮/২০১১ ইং।
২। প্রথম সভার তারিখ- ২৫/০৮/২০১১ ইং।
৩। মেয়াদ উর্ত্তীনের তারিখ-২৪/০৮/২০১৬।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS